পটুয়াখালীর কলাগাছিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাগাছিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আব্দুল আলীম খান,পটুয়াখালী : পটুয়াখালীর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পুত্রের মাদক বানিজ্যের প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলাগাছিয়া ইউনিয়নের হাজার হাজার জনগন। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলাগাছিয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুদ্ধ জনগন কলাগাছিয়া বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে।
স্থানীয় যুবক মাইনুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.মাহতাব উদ্দীন,ব্যাংক কর্মকর্তা মো. হালিম, মৎস্য চাষী মো.লতিফ হাওলাদার ও ব্যবসায়ী মো. রেফাউল সিকদার। বক্তারা বলেন কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরী ও তার ছেলে রাসেল চৌধুরী এলাকায় মাদক বানিজ্যের সাথে যুক্ত। ঢাকা থেকে তারা সরাসারি মাদক আমদানী করে কলাগাছিয়ায় কেনাবেঁচা করেন। স্কুল কলেজ শিক্ষার্থীসহ যুব সমাজ আজ ধ্বংসের পথে। ঢাকাসহ সারা দেশে যখন আইন শৃংখলা বাহিনী মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছে তখনও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এই মাদক সিন্ডিকেট। বক্তারা বলেন পুলিশের ভূমিকা রহস্য জনক। একাধীকবার রাসেল চৌধুরী ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছে। বার বার অভিযোগ দেয়ার পর পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা হুশিয়ারি উচ্চারন করে বলেন দ্রুত সময়ের মধ্যে যদি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মাদকের এই গড ফাদারদের গ্রেফতারে না করে তাহলে স্কুল –কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় জনগন আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী,কৃষকসহ কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করে।